সুনামগঞ্জ প্রতিনিধি।
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খেলাধুলাকে সমাজ ও রাষ্ট্র সংস্কারের একটি কার্যকর হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর ইউনিয়নের জয়নগর গ্রামে দুই ক্ষুদে ফুটবলার মোজাম্মেল ও ইয়াসমিনের বাড়িতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি তাদের হাতে ফুটবল জার্সি, বুটসহ খেলার সামগ্রী এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন।
আমিনুল হক বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত দেড় বছরে বিএনপি দেশজুড়ে খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে জিয়া ফুটবল টুর্নামেন্ট, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এবং আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টসহ নানা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
তিনি জানান, মোজাম্মেল ও ইয়াসমিনের লেখাপড়া ও খেলাধুলায় অগ্রযাত্রার দায়িত্ব বিএনপি গ্রহণ করেছে এবং তাদের জন্য মাসিক আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
বিএনপির এই নেতা আরও জানান, আশির দশকের “নতুন কুঁড়ি” কর্মসূচির অনুকরণে দলটি “নতুন কুড়ি স্পোর্টস” নামে একটি নতুন উদ্যোগ নিতে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কার্যক্রমের মাধ্যমে প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের বিকাশে সহায়তা করা হবে।
এ সময় যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এবিএমএ রাজ্জাক, মো. আখতার হোসেন ও গাজী রেজাউনুল হোসেন রিয়াজসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।