কুড়িগ্রামে ট্রেনের ছাদ থেকে পড়ে মোঃ মাসুদ রানা (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মাসুদ রানাচাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের মোনাইম খাঁ মোন্নাফ ডাক্তারের ছেলে।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে রাজারহাট-কুড়িগ্রাম রেল সড়কের কেন্দ্রা নামক স্থানে শাটল ট্রেনের ছাদ থেকে লাফিয়ে কাটা ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে মোঃ মাসুদ রানার মৃত্যু হয়।
ঢাকা থেকে নিজ বাড়ি রাজারহাট পৌছার আগে কেন্দ্রা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।তবে নিহত হওয়ার ঘটনার কারনের বিষয়ে জনমনে একাধিক মন্তব্য পাওয়া গেছে বলে জানান রাজারহাট থানা পুলিশ।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন, দূর্ঘটনার বিষয়টি জিআরপি পুলিশ কে অবগত করা হয়েছে।