দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে জামিল মালিথা নামে এক মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। এসময় তার কাছে থেকে একটি
বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আটক জামিল মালিথা দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মৃত মোঃ জালাল মালিথার ছেলে।
বিজিবি অধিনায়ক জানান, গতকাল শুক্রবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দৌলতপুর উপজেলার আবেদের ঘাট নামক স্থানে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান চালায়। এসময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন , ১ রাউন্ড গুলি এবং ৪৮ গ্রাম হেরোইনসহ তাকে আটক করতে সক্ষম হয়।
যার আনুমানিক সিজার মূল্য-২ লক্ষ ৬ হাজার দুইশত টাকা। উল্লেখ্য আটক কৃত আসামী একজন চিন্থিত মাদক ও অস্ত্র ব্যাবসায়ী, তার বিরুদ্ধে ভারত থেকে অবৈধ ভাবে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র (অটোমেটিক পিস্তল) পাচার করে আনা সংক্রান্ত গোয়েন্দা তথ্য রয়েছে।
আটক আসামী অস্ত্রসহ দৌলতপুর থানায় বিধি মোতাবেক মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।