ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল সূচি চূড়ান্ত হয়েছে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ভারত ইতোমধ্যেই শীর্ষ চারে অবস্থান নিশ্চিত করেছে।
রবিবার (২৬ অক্টোবর) লিগপর্বের শেষ দুটি ম্যাচ হলেও এসব ম্যাচের ফলাফল শীর্ষ ও চতুর্থ দলের অবস্থানে কোনো পরিবর্তন আনবে না।
৭ ম্যাচে ৬ জয় ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর ১৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। সাতবারের চ্যাম্পিয়ন এই দলকে আর টপকাতে পারবে না কেউ। এরপরই ৫ জয় ও ২ হার নিয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা।
তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও ভারত। ইংলিশরা এখন পর্যন্ত ৪ জয়, ১ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে পেয়েছে ৯ পয়েন্ট। ৩ জয় ও ৩ হারের ভারতের পয়েন্ট ৬। শেষ ম্যাচে জিতলে ইংল্যান্ড ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠবে, আর প্রোটিয়ারা নামবে তিনে।
ফাইনালে ওঠার লড়াই শুরু হবে আগামী ২৯ অক্টোবর। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পরদিন (৩০ অক্টোবর) দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া খেলবে ভারতের বিপক্ষে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে নাভি মুম্বাইয়ে, বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
দুই সেমিফাইনালের বিজয়ীরা মুখোমুখি হবে ২ নভেম্বর নাভি মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য ফাইনালে। প্রতিটি ম্যাচের জন্য একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। নির্ধারিত দিনে ফল না এলে পরদিন পুনরায় খেলা হবে।
তবে সেমিফাইনালে যদি কোনো কারণে ফল না আসে, লিগপর্বে শীর্ষে থাকা দল ফাইনালে উঠবে। আর ফাইনালেও যদি ফল না আসে, তাহলে শিরোপা ভাগাভাগি করবে দুই ফাইনালিস্ট দল।