ইসলামী বিশ্ববিদ্যালয়ের শহীদ আনাস হলে শিক্ষার্থীদের আবাসিক ও জীবনমান উন্নয়নে ২২ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (২০ অক্টোবর) হল প্রশাসনের কাছে এ স্মারকলিপি পেশ করে সংগঠনটি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে হলের শিক্ষার্থীরা অবকাঠামোগত সংকট, খাবারের মান, নিরাপত্তা, চিকিৎসা সুবিধা ও ইন্টারনেট সেবার ঘাটতিসহ নানাবিধ সমস্যার মুখে রয়েছেন। এসব সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে ছাত্রশিবিরের পক্ষ থেকে ২২ দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে—হলে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা, মেসের খাবারের মানোন্নয়ন, ওয়াইফাই সংযোগ চালু করা, চিকিৎসা সেবা জোরদার করা, নিরাপত্তা টহল বৃদ্ধি, পড়াশোনার উপযোগী পরিবেশ সৃষ্টি, সাংস্কৃতিক ও খেলাধুলার আয়োজন করা এবং শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণে কার্যকর ব্যবস্থা নেওয়া।
এছাড়া শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে মেডিকেল ফ্যাসিলিটি বৃদ্ধি, নতুন আসন বরাদ্দ, সিনিয়র শিক্ষার্থীদের হয়রানি রোধ, মশা নিধন কার্যক্রম ও হলের পরিচ্ছন্নতা বজায় রাখার মতো দাবি অন্তর্ভুক্ত করা হয়েছে।
ছাত্রশিবিরের শহীদ আনাস হল শাখা সভাপতি রায়হান নিজামী স্বাক্ষরিত স্মারকলিপিতে প্রশাসনের প্রতি এসব দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
তিনি বলেন, শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার আদায়ের প্রশ্নে ছাত্রশিবির সবসময়ই সর্বাগ্রে অবস্থান করে এসেছে এবং ভবিষ্যতেও সেই ভূমিকা অব্যাহত রাখবে, ইন-শা-আল্লাহ।দুঃখজনক হলেও সত্য যে, আমাদের হলের সার্বিক কার্যক্রমে প্রশাসনের উদাসীনতা দীর্ঘদিন ধরেই পরিলক্ষিত হচ্ছে। ফলে হলে অবস্থানরত শিক্ষার্থীরা নানাবিধ সমস্যা ও ভোগান্তির মধ্যে দিনযাপন করছে।
শিক্ষার্থীদের এই দীর্ঘস্থায়ী সমস্যাগুলোর দ্রুত সমাধানের দাবিতে আমরা ছাত্রশিবিরের পক্ষ থেকে হল প্রশাসনের নিকট ২২ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করেছি।
আমরা আশা করছি, প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য এই দাবিগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেবে। তবে আমরা শুধু দাবি জানিয়েই থেমে থাকব না—দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা প্রশাসনকে ইতিবাচক চাপের মধ্যে রাখব, ইন শা আল্লাহ।