ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গাজা উপত্যকায় থাকা প্রত্যেকটি টানেল ধ্বংস করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে (রোববার, ২৬ অক্টোবর) এই নির্দেশনার কথা জানানো হয়েছে।
কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে বলেছেন, তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নিয়ন্ত্রণাধীন ‘ইয়োলো লাইন’-এ টানেল ধ্বংসকেই প্রধান কাজ হিসেবে অগ্রাধিকার দিতে ও একই সঙ্গে সেনা সদস্য ও সীমান্তবর্তী সম্প্রদায়গুলোর সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, শনিবার এই নির্দেশনা জারি করা হয়।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ সিদ্ধান্ত নেয়ার আগে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, প্রেসিডেন্টের বিশেষ দূত এবং সেন্টকম কমান্ডারের সঙ্গে আলোচনা করেছেন। এই আলোচনা, কাটজের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন, ‘টানেলগুলোর সম্পূর্ণ ধ্বংস’ এবং হামাসকে নিরস্ত্রীকরণে সমর্থন জোগাতে নিয়োজিত ছিল।
কাটজ বলেন, “হামাসের টানেল ধ্বংস ও তাদের নিরস্ত্রীকরণই গাজায় বিজয় অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য। সবচেয়ে জরুরি নৈতিক দায়িত্ব হলো সব জিম্মি ও নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা।” তিনি আরও বলেন, গাজার নিরস্ত্রীকরণ এবং “৬০ শতাংশ অবশিষ্ট টানেলের ধ্বংস” এখন প্রধান কৌশলগত লক্ষ্য।
আলোচনায় উঠে আসা এই নির্দেশনা উপত্যকায় সামরিক অভিযান, সুরক্ষা ব্যবস্থার পরিবর্তন ও ভবিষ্যতে হামলার ঝুঁকি সম্পর্কে নতুন প্রশ্ন ছুঁড়ে দিয়েছে। কর্তৃপক্ষ বা সৈন্যবাহিনী থেকে এই বক্তব্যের বিষয়ে স্বাধীন প্রতিক্রিয়া পাওয়া যায়নি (প্রয়োজন হলে সংশ্লিষ্ট সূত্র থেকে প্রতিক্রিয়া যোগ করা হবে)।