অভয়নগর (যশোর) প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের অভয়নগরে ধানের শীষের পক্ষে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক”;এই শ্লোগানে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নওয়াপাড়া পৌর বিএনপির সহ-সভাপতি শাহ্ জোবায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি মিসেস তানিয়া রহমান সুমি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, নওয়াপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান মোগল লিপু, অভয়নগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক একলাচ হোসেন, এবং নওয়াপাড়া পৌর বিএনপির সহ-সভাপতি সরোয়ার মোস্তাফিজ মিলন। সমাবেশের সার্বিক পরিচালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা এবং উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আশ্বানুর রহমান মোল্যা।
এছাড়াও আরো বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব আল মামুন সোহাগ, উপজেলা কৃষকদলের সভাপতি কামরুজ্জামান মোগল সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাদ, নওয়াপাড়া পৌর বিএনপির আহ্বায়ক আলম মোল্যা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈম উদ্দিন বিজয়, সদস্য সচিব সরদার তকিবুর রহমান, এবং নওয়াপাড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল হোসেন।