রবিউল ইসলাম শাকিল, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস ক্লাব আয়োজিত কূটনৈতিক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের দ্বিতীয় তলায় এই পর্বে মুখোমুখি হয় আইন ও বিচার বিভাগ এবং ফোকলোর বিভাগ।
তীব্র যুক্তির এ লড়াই শেষে আইন ও বিচার বিভাগের দল বিজয়ী এবং ফোকলোর বিভাগের দল রানারআপ হয়। বিজয়ী দলের সদস্য ছিলেন শৈলী, সিয়াম ও আলী আহসান তূর্য।
পুরো প্রতিযোগিতায় মোট ১০টি দল অংশ নেয়। তিনটি ট্যাব রাউন্ড ও সেমিফাইনালের মধ্য দিয়ে বাছাই শেষে ফাইনাল অনুষ্ঠিত হয়। অসাধারণ পারফরম্যান্সের জন্য কামরুল হাসান অর্জন করেন ‘ম্যান অব দ্য ডিবেট’ ও ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ খেতাব।
বিতর্কে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের প্রধান আশরাফুল আলম এবং স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক মো. আবু সায়েম।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসাইন, ডিবেটিং সোসাইটির অফিস সেক্রেটারি হরিপ্রিয়া সেন এবং ডিবেটিং সোসাইটির সাবেক সদস্য কামরুল হাসান।
আয়োজন সম্পর্কে ক্লাবটির সদস্যরা জানান, এই কূটনৈতিক বিতর্ক তরুণদের নেতৃত্ব, গবেষণাভিত্তিক বিশ্লেষণ ও কূটনৈতিক দক্ষতা বিকাশে উৎসাহিত করবে।
উল্লেখ্য, প্রতিযোগিতাটির নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করেছে নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।