দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের আয়োজনে শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল। উপস্থিত ছিলেন,বর্ষীয়ান রাজনীতিক ও দৌলতপুর বিএনপি‘র সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজানুর রহমান মাসুম ও যুগ্ম আহবায়ক জাফর ইকবাল কর্নেলের নেতৃত্বে এ শোভাযাত্রায় আরো অংশ নেন, বিএনপি নেতা আবিদ হাসান মন্টি সরকার, আলাউদ্দিন বাদল, পিয়ারপুর ইউনিয়নের সাবেক সভাপতি নজরুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনতাজ, কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু, সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সুরাইয়া আক্তার কাজল প্রমুখ।
শোভাযাত্রায় উপজেলার ১৪ টি ইউনিয়নের বিএনপি,যুবদল, ছাত্রদল, কৃষকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৮ সহশ্রাধিক বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রাটি দৌলতপুর থানা বাজার থেকে শুরু হয়ে প্রায় দেড় কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাজারে গিয়ে শেষ হয়।