আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেইন উইলিয়ামসন। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রয়োজনে এই সিদ্ধান্ত তার বলে জানা গেছে।
কিউইদের হয়ে সংক্ষিপ্ত ভার্সনে উইলিয়ামসন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৯৩ ম্যাচে তার সংগ্রহ ২ হাজার ৫৭৫ রান। ৩৩ দশমিক ৪ গড়ে এর মধ্যে ১৮টি হাফ-সেঞ্চুরিও আছে।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে পরাজয়ের ওই ম্যাচে উইলিয়ামসনের ব্যাট থেকে ৮৫ রান এসেছিল। ২০১৬ ও ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালেও তার নেতৃত্বে মাঠে নেমেছিল কিউইরা।
বোর্ডের সঙ্গে নৈমিত্তিক চুক্তি স্বাক্ষরের সময়ে সাদা বলে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন উইলিয়ামসন। যাতে যখন খেলার ইচ্ছা পোষণ করবেন, শুধু তখনই যেন জাতীয় দল থেকে তাকে ডাকা হয়।গেল সপ্তাহে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার নিশ্চিত করেছিলেন, পরিবারকে আরও বেশি সময় দেওয়া ও পেশাদার লিগে আরও মনোযোগী হবার কারণে আন্তর্জাতিক ম্যাচ কমিয়ে আনার সিদ্ধান্ত তার।
অবসর প্রসঙ্গে উইলিয়ামসন এক বিবৃতিতে জানান, এটা আমার ও দলের জন্য সঠিক একটি সময়। এর মাধ্যমে দল আরও স্বাচ্ছন্দ্যে সামনে এগিয়ে যাবার সুযোগ পাবে। বিশেষ করে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলের এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার প্রয়োজন। নিউজিল্যান্ড দলের বেশ কিছু প্রতিভা রয়েছে। বিশ্বকাপ প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নেবার জন্য এই সময়টা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
এদিকে বুধবার থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠেয় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না উইলিয়ামসন। ওয়ানডে সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। তবে ডিসেম্বরে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলার ইচ্ছা তার। অবশ্য নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী স্কট উইনিক বলছেন, বাকি সময়টা কিভাবে খেলবেন, তা উইলিয়ামসনের আছে।
এ সম্পর্কে উইনিক বলেন, এ বিষয়ে উইলিয়ামসনকে আমরা পূর্ণ সমর্থন দেবো। বর্ণাঢ্য ক্যারিয়ারে সে নিউজিল্যান্ড ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। যদিও আমরা চাই যতদিন সম্ভব, সে যাতে আমাদের সঙ্গে থাকে এবং মাঠে তার পারফরম্যান্স প্রমাণ করতে পারে। একটি বিষয় নিশ্চিত যখনই সে পুরোপুরি ক্রিকেটকে বিদায় জানাবে, তখনই সে নিউজিল্যান্ড ক্রিকেটের একজন কিংবদন্তি হিসেবে বিদায় নেবে।