1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র আর নেই, ৮৯ বছর বয়সে প্রয়াত অভিনেতা - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র আর নেই, ৮৯ বছর বয়সে প্রয়াত অভিনেতা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬৩ জন খবরটি পড়েছেন

বলিউডের প্রবীণ অভিনেতা ও কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র আর নেই। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি। তবে চিকিৎসকদের চেষ্টায়ও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের নসরালি গ্রামে জন্মগ্রহণ করেন ধর্মেন্দ্র। তরুণ বয়সে জীবিকার তাগিদে ভারতীয় রেলে কেরানির চাকরি করলেও মন টেকেনি তাতে। চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান তিনি।

দীর্ঘ সংগ্রামের পর ১৯৬০ সালে দিল ভি তেরা হাম ভি তেরা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন ধর্মেন্দ্র। এরপর ছয় দশকেরও বেশি সময় ধরে বলিউডে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে শোলে, ছুপকে ছুপকে, ধরমবীর, ফুল অউর পাথর, সত্যকাম, রাজা জানিরাখওয়ালা। অনবদ্য অভিনয় ও ব্যক্তিত্বে তিনি বলিউডের অন্যতম শ্রদ্ধেয় ও জনপ্রিয় অভিনেতা হিসেবে স্থান করে নেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews