ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনয়শিল্পী দিতিপ্রিয়া রায় ও জিতু কামালকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে টেলিভিশন অঙ্গনে। পর্দায় রোমান্টিক জুটি হিসেবে পরিচিত এই দুই অভিনেতার মধ্যে নাকি বাস্তব জীবনে সম্পর্কের তিক্ততা এতটাই বেড়েছে যে সংশ্লিষ্ট ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, নাটকের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মতানৈক্য থেকেই দুজনের মধ্যে বিরোধ শুরু হয়। পরে সেটে দেরিতে আসা এবং ঘনিষ্ঠ দৃশ্যে দিতিপ্রিয়ার আপত্তির কারণে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
শুটিং ইউনিটের একাধিক সূত্র জানায়, সাধারণত জিতুর প্রায় ১৫ মিনিট পর সেটে পৌঁছান দিতিপ্রিয়া। এতে অসন্তুষ্ট হয়ে একসময় সেট ছেড়ে বেরিয়ে যান জিতু কামাল, এবং ধারণা করা হচ্ছে এখান থেকেই নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
ইন্ডাস্ট্রিতে আরেকটি আলোচ্য বিষয়—রোমান্টিক বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে দিতিপ্রিয়ার অনীহা। এতে ইউনিটের কাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত দিতিপ্রিয়া রায় কিংবা জিতু কামাল কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।