কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে শনিবার বিকেলে বাজিতপুর শহরে সশস্ত্র মিছিল অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ এহসানুল হুদা বিএনপির রাজনীতি করেন না। তিনি বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২দলীয় জোটের সমন্বয়ক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সশস্ত্র মিছিলটি শহর প্রদক্ষিণের সময় প্রার্থী সৈয়দ এহসানুল হুদা মোটরসাইকেলে ছিলেন। সৈয়দ এহসানুল হুদার সামনে পেছনে শতশত কর্মী-সমর্থকের হাতে ছিল লাঠিসোঁটা, দা-বল্লম ও তলোয়ারসহ নানারকম দেশীয় অস্ত্র। সশস্ত্র এ মিছিলে আওয়ামী লীগের কর্মী বেশি ছিল বলে স্থানীয়রা জানায়।
এদিকে রাতে যৌথবাহিনীর অভিযানে কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও অসংখ্য দেশীয় অস্ত্রসহ ২২ জনকে আটক করেছে যৌথবাহিনী।স্থানীয়রা জানান, একটি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ২২ জনেই সৈয়দ এহসানুল হুদার সমর্থক।
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যৌথ বাহিনীর অভিযানে একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ২২ জনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।