চীনে একটি রেস্তোরায় বিস্ফোরণে ৩ জন নিহত এবং কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ জানা যায়নি।
চীনের সেনইয়াং শহরে বৃহস্পতিবার সকালে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
জানা গেছে, বিস্ফোরণে রেস্তোরাসহ আশপাশের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ৩৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে উদ্ধারকর্মীরা। বিস্ফোরণের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে রেস্তোরার দরজা-জানলা অন্যত্র উড়ে গিয়ে পড়েছে।