মোঃ নাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট শহরের দশানী এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে সুমন হাওলাদার (৩০) নামের এক বিকাশ কর্মীর মৃত্যু হয়েছে।সোমবার রাত ১০টার দিকে এ র্দূঘটনা ঘটে।
নিহত সুমন শহরের পুরাতন বাজার এলাকার বাসিন্দা সিদ্দিক হাওলাদারের ছেলে। সুমন বাগেরহাট বিকাশ অফিসে সুপার ভাইজার পদে কর্মরত ছিলেন।
একাধিক প্রত্যাক্ষদর্শী বলেন, সুমন দশানী মেগনিতলা এলাকা দিয়ে মটরসাইকেল চালিয়ে বাগেরহাট শহরের দিকে যাচ্ছিলেন।এসময় সে দশানী সার্কিট হাউজ এর সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় ওই ট্রাকের পিছনে থাকা বাসের সামনে পড়ে যান। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে, এম আজিজুল ইসলাম বলেন, রাতে দশানী এলাকায় সড়ক র্দূঘটনায় সুমন হাওলাদার নামের এক জনের মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।