ডিবি পুলিশ যশোরের শার্শা উপজেলার বেনাপোলবন্দর এলাকার কাগজপুকুর থেকে ১টি বিদেশি পিস্তল ও ৩ টি বার্মিজ চাকুসহ ৪ সন্ত্রাসীকে আটক করেছে ।
আটকৃতরা হচ্ছে- কামরুজ্জামান (২১), হাদিউজজান(১৯), ইসরাফিল (১৮) ও নুরনবী (২০)। এরা সবাই শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, রোববার(১৯ নভেম্বর) ভোরে উত্তর কাগজপুকুর-বুশতলা সড়ক থেকে ওই ৪ সন্ত্রাসীকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে একটি বিদেশি পিস্তল ও তিনটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।