বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে এ আলোচনা সভা নওয়াপাড়া ইন্সটিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সভায় নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সহ-সভাপতি পার্থ প্রতীম সুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন, সাবেক যুবলীগ নেতা আবদুর রউফ মোল্যা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর চৌধুরী, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস।
এসময় আরও বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর ছাত্রলীগ নেতা মির্জা তমাল, মনিরুজ্জামান বাধন, তামিম হোসেন, সোহেল তাজ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি সদস্য সুজন পাটোয়ারী ।