ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফসলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী নিমাই চাঁদ মন্ডল ৪২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এ ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে ১টি করে ভোট পেয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুর উল্লাহ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বজলুর রহমান ৪ হাজার ৬২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফজলুর রহমান পেয়েছেন ৪ হাজার ১৭৯ ভোট। ওই ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ১০ হাজার ৪২৬ জন। এর মধ্যে ভোট পড়েছে ৮ হাজার ৮৪৪টি। যার মধ্যে নৌকা প্রতীকে ভোট পড়েছে ৪২টি।
উপজেলার ৮টি ইউনিয়নের ৬টিতেই জয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থীরা। মাত্র ২টি ইউনিয়নে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী।
হরিণাকুন্ডু উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৯টি কেন্দ্রে মাত্র ৪২ ভোট পেয়ে জামানত হারায় নৌকা প্রতীকের প্রার্থী।