বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ রায় বলেছেন, পাঠাগার হলো জ্ঞানের বাতিঘর। বই পড়ার মধ্যে দিয়ে জ্ঞানার্জন হয়। আহরতি সেই জ্ঞান চারিদিকে ছড়িয়ে পড়ে। বিজয় চন্দ্র রায় নিজের মহৎ কর্ম ও সৃজনশীলতার নানা বর্ণ-গন্ধ-গানে আমাদের মাঝে বেঁচে থাকবেন। তার নামে প্রতিষ্ঠিত পাঠাগারটি এ অঞ্চলের যে কোন বয়সের মানুষের জন্য এখন অন্তহীন জ্ঞানের ভান্ডার।
ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা বিজয় চন্দ্র রায়ের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (৭ জানুয়ারি) এক স্মরণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাঘারপাড়া উপজেলা বন্দবিলা বিজয় চন্দ্র রায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের এ অনুষ্ঠানে আয়োজন করে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত, গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, দৈনিক জনকন্ঠের যশোর ব্যুরো প্রধান সাজেদ রহমান বকুল ও বাঘারপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার বিশ্বাস ওয়াহিদুজ্জামান।
বন্দবিলা বিজয় চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সুকান্ত রায়ের সভাপতিত্বে স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন বিজয় রায়ের দৌহিত্র অ্যাড. দেবাশীষ রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার মন্ডল, সহকারি শিক্ষক সুজাতা রায়, বন্দবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনিসুর রহমান বাদশা, প্রধান শিক্ষক শাহী ভিলা ও আব্দুল গফুর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্তাজুল ইসলাম। স্মরণ সভা পরিচালনা করেন সহকারি শিক্ষক জয়দেব বিশ্বাস অনুজ।
এর আগে বেলা দুইটায় বিদ্যালয় চত্বরে বিজয় চন্দ্র রায়ের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও নবনির্মিত বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে বন্দবিলা গ্রামে বিজয় চন্দ্র রায় স্মৃতি পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্মরণ সভা শুরু হয়।