সিগারেট খাওয়া ছেঁড়ে দিয়ে সেই টাকা সঞ্চয় করে হলেন লাখপতি ! এমনই ঘটনা ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়িতে।
ফটিকছড়ি উপজেলার ইলেক্ট্রনিক মালামাল ও ইজিলোডের দোকাম মালিক মোহাম্মাদ শাহিন একসময় চেইন স্মোকার হিসেবে প্রতিদিন ৫০ টাকার বেশী ব্যায় করে সিগারেট খেতেন। একসময় তিনি ভাবলেন আর তিনি ধুমপান করবেন না।
এরপরে ২০১৪ সালের ৯ ডিসেম্বর রাতে শেষবারের মতো সিগারেট খাওয়া ছেঁড়ে দেন। স্বামীর সিগারেট ছাড়ার পর দিন স্ত্রী স্বামী শাহীন কে বলেন ,সিগারেট বাবদ প্রতিদিন যে ব্যায় করা হতো এখন থেকে সে পরিমান টাকা জমা করবেন। স্ত্রীর মতামতকে সম্মতি দিয়ে শাহীন বাজার থেকে প্লাস্টিকের তিনটি রকেট ও দু’টি গোলাকার ব্যাংক কিনে আনেন।
এবিষয়ে শাহিন জানান, ব্যাংক কেনার পরে স্ত্রী সেগুলোতে দশ, বিশ,একশত ও পাঁচশত টাকার নোটসহ বিভিন্ন মুল্যমানের নোট জমা করতেন। এভাবে চলতে থাকে টানা সাত বছর ধরে সিগারেট খাওয়া বাবদ প্রতিদিনের ব্যায় করা টাকা সঞ্চয়। ৭ বছর পরে ব্যাংক ভেঙ্গে সঞ্চিত টাকা হিসেব করে ২ লাখ ৪৫ হাজার ৯৫ টাকা পাওয়া যায়।
এত টাকা একসাথে হাতে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে উঠেন। তিনি জানান, আমি ভাবতেই পারি নাই স্ত্রী সঞ্চিত এত টাকা হবে।