একাধিকবার নারী মেম্বার নির্বাচিত হওয়া মায়ের জনসেবামূলক কার্যক্রম দেখেই নির্বাচনে অংশ নিয়ে বাজিমাৎ করেছেন একই পরিবারের তিন বোন।
চমকপ্রদ এই ঘটনাটি ঘটেছে নাটোর জেলার নলডাঙ্গা ইউনিয়নে। পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি)অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ওই ইউনিয়নে তিন বোন এক সাথে অংশ নিয়ে সংরক্ষিত নারী ওয়ার্ডের মেম্বর নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত ওই তিন বোন হচ্ছেন- হালিমা বেগম (৪৩), নাসিমা বেগম (৪১) ও শাহনাজ পারভীন (৩৯)।
হালিমা বেগম বিপ্র বেলঘড়িয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড, নাসিমা বেগম ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এবং শাহনাজ পারভীন একই উপজেলার ছাতনী ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন।
স্থানীয়রা জানায়, তাদের মা আলেয়া বেগম ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে বার বার সংরক্ষিত নারী মেম্বার নির্বাচিত হয়ে আসছেন। মাকে মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াতে দেখে এবং জনগণের সেবা করতে তিন বোন নির্বাচনে অংশ নেন।তিন মেয়ের বিজয়ে দারুণ খুশি মা আলেয়া বেগম।