বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি
বাঘারপাড়ার গাইদঘাটে বীজবপন যন্ত্র ও সোলার পাম্পের এডাবটিভ ট্রায়াল অনুষ্ঠান বা মাঠ দিবস গাইদঘাট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট গাজীপুর গাইদঘাট মাঠে ৪বছর পুর্বে বিভিন্ন মেসিনারীজ যন্ত্রপাতি কৃষকের উন্নয়ন কল্পে সরবরাহ করে। সেসব যন্ত্রপাতি ব্যাবহার করে কৃষকের কতটুকু উন্নতি সাধিত হচ্ছে সেসব সরেজমিনে অন্যান্য কৃষকদের দেখানোর জন্য এই মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের ফার্ম মেসিনারী এন্ড পোষ্ট হার্ভেষ্ট প্রসেস ই্িন্জনিয়ারিং বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে যশোর আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহাম্মদ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠনে গাজীপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা(এফ এম পি ই) মোঃ রেজাউল করিম, কৃষি প্রকৌশলী রোকনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষে মাঠে বীজবপন যন্ত্র ও সোলার পাম্পের ব্যাবহারের বিষয়টি নিয়ে কৃষকদের মাঝে বিষদ আলোচনা করা হয়। অনুষ্ঠানে ৩০ জন কৃষক অংশগ্রহন করেন। অনুরুপ আর একটি অনুষ্ঠান বন্দবিলার কটুরাকান্দির প্রয়াত কৃষক সংগঠক আইয়ূব হোসেনের বাড়িতেও অনুষ্ঠিত হয়েছে।