প্রয়াত জাতীয় নেতা, ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু’র ঘনিষ্ঠ সহচর, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, আব্দুস সামাদ আজাদের জন্মশতবার্ষিকী আজ।
আব্দুস সামাদ আজাদ তৎকালীন সিলেট জেলা বর্তমান সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ভূরাখালি গ্রামে ১৯২২ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহন করেন। দিবসটি উপলক্ষে মরহুমের পরিবার ও বিভিন্ন সংগঠন সিলেট, সুনামগঞ্জ, জগন্নাথপুরে নানা কর্মসূচি আয়োজন করেছে। কর্মসুচীর মধ্যে কোরআন খতম, ১১টায় ঢাকায় বনানীতে মরহুমের কবর জেয়ারত, দোয়া মাহফিল, কেক কাটা, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা রয়েছে।
আব্দুস সামাদ আজাদের পুত্র আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন এ তথ্য নিশ্চিত করে তিনি তাঁর মরহুম পিতার জন্য দেশ ও বিদেশে পরিচিত মহলের কাছে দোয়া চেয়েছেন।
আব্দুস সামাদ আজাদ পর্যায়ক্রমে সুনামগঞ্জের ৫টি আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন। জাতীয় রাজনীতিতে সামাদ আজাদ ছিলেন দলমত নির্বিশেষে সকলের কাছে অভিভাবক তুল্য। সকলেই তাঁর ছায়াতলে আশ্রয় পেয়েছেন।
মরহুম আব্দুস সামাদ আজাদ ১৯৭০ এর নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে এম,এন,এ নির্বাচিত হন। মুক্তিযুদ্বের প্রধান সংগঠকের একজন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী ছিলেন তিনি। ১৯৯১ সালে বিরোধী দলীয় উপনেতার দায়ীত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগ মন্ত্রিসভায় পররাষ্ট মন্ত্রী হিসাবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ছিলেন । ২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি ইন্তেকাল করেন। সুত্র-বাসস