প্রতিনিধি,বাঘারপাড়া(যশোর)
যশোরের কৃষক সংগঠক আইয়ূব হোসেনের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণ সভা তাঁর নিজ বাড়ি কটুরাকান্দি গ্রামে রবিবার অনুষ্ঠিত হয়েছে। গাইদঘাট কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্রের আয়োজনে এ স্মরণ সভায় গাইদঘাট কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসাবে আইয়ূব হোসেনের জীবনের বিভিন্ন দিকতুলে ধরে বক্তব্য রাখেন যশোরের বিশিষ্ট সাংবাদিক মাস্টার আঃ রাজ্জাক।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
গাইদঘাট কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্রের সভাপতি লক্ষ্মণ চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহেশ্বরচান্দার কৃষি গবেষক হেলাল মেম্বর, মর্জিনা বেগম,ঝিনাইদহের বিশিষ্ট সাংবাদিক দেলোয়ার কবীর, কালীগঞ্জের ফিরোজ আহম্মদ, গাইদঘাট কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্রের সেক্রেটারী গোপীকান্ত সরকার,মশিয়ার রহমান, শরীফ মাস্টার,রেজাউল ইসলাম রনা,মোহাম্মদ আলী,বাবুল খান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইদঘাট কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সেক্রেটারী খায়রুল হাসান হিরা।
আগামী বছর প্রয়াত কৃষক সংগঠক আইয়ূব হোসেনের জীবনের উপর “স্মৃতি স্বারক গ্রন্থ“প্রকাশের প্রস্তুতি নিয়ে লেখা আহবান করা হয়। সকল লেখা ১ (এক) মাসের মধ্যে গাইদঘাট কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্রের সভাপতি বরাবর পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়। স্মরণ সভা শুরুর আগে প্রয়াত আইয়ূব হোসেনের সমাধীতে পূস্পস্তবক অর্পন ও মুনাজাত অনুষ্ঠিত হয়।