বাঘারপাড়া প্রতিনিধি।। যশোরের বাঘারপাড়ায় মাস ব্যাপি কাবাডি প্রশিক্ষণ শুরু হয়েছে। যশোর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বাঘারপাড়া পাইলট বালিকা বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষক ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদ জানিয়েছেন, এ প্রশিক্ষণে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩০ জন ছাত্র অংশগ্রহণ করছে। রোববার প্রশিক্ষণের ১২তম দিন শেষ হয়েছে। গত ২৬ জানুয়ারি যশোর জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।