এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম।।
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নে একটি নূরানী মাদ্রাসায় শিশু ছাত্রকে (১৩) ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসানকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ধর্ষণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
চিলমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসানের বাড়ি চিলমারী উপজেলার ঢুষমারা থানার ডাটিয়ার চর গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শিক্ষক মাহমুদুল হাসান ওই মাদ্রাসার আবাসিক ছাত্রকে ‘ধর্ষণের চেষ্ঠা করে। ভুক্তভোগী ছাত্র বৃহস্পতিবার সকালে বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। পরে শিশুটির মা মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলে থানায় মামলা করেন। বৃহস্পতিবার বিকালে পুলিশ ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে।
ওসি বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এর ৯(১) ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।’