বেনাপোল(যশোর)প্রতিনিধি।।
শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়।
মাসিক রাজস্ব সভায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন খান, উপজেলা আইসিটি অফিসার আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী মামুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম, নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, ডিহি ইউপি চেয়ারম্যান আছাদুজ্জামান মুকুল, শার্শা ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, উলাশী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, গোগা ইউপি চেয়ারম্যান তবিবুর রহমান, পুটখালী ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার সরদারসহ উপজেলা পরিষদের বিভন্ন শ্রেণীর কর্মকর্তা ও রাজস্ব কমিটির সদস্যরা।