যশোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২ মার্চ) সকালে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।
নিহত বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল ইসলাম (৭৮) শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দা এবং ফায়ার সার্ভিসের সাবেক ফায়ারম্যান।
নিহতের ছেলে মারুফ হোসেন জানান, তিনি যশোর ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত ফায়ারম্যান ছিলেন। বর্তমানে গ্যাস সিলিন্ডারের ব্যবসার সঙ্গেও তিনি জড়িত। আজ সকাল ১০টার দিকে বাড়ির উঠানে গ্যাস সিলিন্ডার নাড়াচাড়া করছিলেন আনোয়ারুল। এ সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।