বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।
যশোরের বাঘারপাড়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার খলশি গ্রামে এ ঘটনা ঘটে।
এব্যাপারে শিশুটির পিতা বাদি হয়ে বাঘারপাড়া থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যক্তি খলশী গ্রামের মৃত শামসুল হকের ছেলে ওহিদুজ্জামান (৬০)।
শিশুর পিতা জানায়, বুধবার সকালে তার মেয়ে বিদ্যালয়ে যাওয়ার সময়ে অভিযুক্ত তাঁর বাড়ীতে ডেকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে যায়। এমন সময় ঐ বাড়িতে প্রবেশ করে মেয়ের নাম ধরে ডাকতে থাকি, এক পর্যায়ে সন্দেহমূলক ভাবে ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে দেখতে পাই আপত্তিকর অবস্থায়।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দীন বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। আলামত জব্দ করা হয়েছে।