যশোর প্রতিনিধি।।
যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীকে আটক করেছে র্যাব । আজ শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে একটি হত্যা মামলায় তাকে আটক করে র্যাব ।
আটক শাহী শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।
২০১৪ সালের ১৫ জুলাই খুন হওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুর ইসলাম রিয়াদ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি রওশন ইকবাল শাহী ।