ডেস্ক রিপোর্ট।।
দুদকের দায়ের করা অর্থ-আত্মসাৎ ও পাচারের মামলায় ডেসটিনির রফিকুল আমীনের ১২ বছরের কারাদণ্ড, দুই কোটি টাকা জরিমানা ও ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের ৪ বছর করাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে সাড়ে ৩ কোটি টাকা।
বৃহস্পতিবার (১২ মে) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলমের আদালত এ রায় ঘোষণা করেন।
২০১২ সালের ৩১ জুলাই দুদক এ মামলা দায়ের করা হয়।