বাঘারপাড়া প্রতিনিধি।।
বাঘারপাড়ায় নার্সেস ডে’ পালিত,সেবিকাদের সম্মানে উৎসর্গ করা হয়েছে ১২ মে (রহঃবৎহধঃরড়হধষ হঁৎংবং ফধু) । সমাজের প্রতি নার্সদের অবদান, যেভাবে তাঁরা অসুস্থদের সুস্থ করেন, তা সকলের সামনে তুলে ধরতে এই দিনটি (রহঃবৎহধঃরড়হধষ হঁৎংবং ফধু) পালন করে বিশ্ববাসি।
১৮২০ সালের ১২ মে ইতালির অভিজাত পরিবারে জন্ম আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলে (ঋষড়ৎবহপব ঘরমযঃরহমধষব)। ১৯৭৪ সাল থেকে তাঁর জন্মদিনটি ‘ইন্টারন্যাশনাল নার্সেস ডে’ (রহঃবৎহধঃরড়হধষ হঁৎংবং ফধু) হিসাবে পালিত হয়ে আসছে গোটা বিশ্বে।
আধুনিক নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন ১২ মে। তাই এই দিনটি পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে। গোটা বিশ্বে স্বাস্থ্যক্ষেত্রে অন্যান্য পেশার থেকে নার্সের সংখ্যা বেশি। আধুনিকতম স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগীদের চাহিদা সম্পর্কে ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন ইত্যাদি পড়ে তার মধ্যে। প্রতিটি দেশ নিজের নিজের মত করে পালন করে এই দিনটি।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে র্যালি ও কেক কাটার মধ্যদিয়ে দিবসটি পালন করেন বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সরা ( সেবিকারা) নার্সেস ডে’ দিবস উপলক্ষে হাসপাতাল কে বিভিন্ন রাইটিং ও ফুলদিয়ে সাজানো হয়, সকালে হাসপাতালের পঃ পঃ কর্মকর্তা ডাক্তার শরিফুল ইসলাম,সিনিয়ার ডাক্তার মনিরুজ্জামান সহ সকল ডাক্তারদের উপস্থিতিতে র্যালি ও কেককাটার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ নাসিম নেওয়াজ খান, রাজিব কুমার হালদার,তপংকর বিশ্বাস ,মোঃ শরিফুল ইসলাম,সঞ্চিতা অধিকারী, মোশতাক আহম্মেদ, আমেনা রহমান, শেখ আব্দুর রাজ্জাক প্রমুখ। নার্সদের মধ্যে উপস্থিত ছিলেন নীপা বিশ্বাস , সরস্বতী বিশ্বাস ,কণিকা রায়,নাজমুন নাহার,তানজিলা খাতুন,মারিয়া খাতুন, সেলিনা পারভিন প্রমুখ।