শাহীন আহমেদ রাজ, সাভার উপজেলা প্রতিনিধি।।
সাভারের আশুলিয়ায় চলন্তবাসে যাত্রী সেজে উঠে ছিনতাই করার সময় গণপিটুনিতে অজ্ঞাতপরিচয়ের এক ছিনতাইকারী নিহত হয়েছেন।
নিহতের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
সোমবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় সাভার পরিবহন নামের একটি বাসে এ ঘটনা ঘটে।
গণপিটুনিতে আহত হওয়ার পর তাকে আশুলিয়া থানা পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
এবিষয়টি সাংবাদিকদের কে নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আসলামউজ্জামান আসলাম বলেন, ‘রাতে আমরা খবর পেয়ে আশুলিয়া এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই ছিনতাইকারী কে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টারদিকে তার মৃত্যু হয়। নিহত ছিনতাইকারীর কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছিল।’
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক আব্দুল রাশিদ বিডি টেলিগ্রাফ কে বলেন, ‘যাত্রীবেশে বাসে উঠে অজ্ঞাতপরিচয় তিন ছিনতাইকারী যাত্রীদের সব কিছু লুটে নিতে চায়। নবীনগর এলাকায় যাত্রীদের চিৎকার শুনে মহাসড়কে থাকা ট্রাফিক পুলিশের এসআই হেলাল দৌঁড়ে বাসে উঠে একজনকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে পিটুনি দেয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে সে মারা যায়। তবে বাসটি জব্দ করা সম্ভব হয়নি। পাশাপাশি ভুক্তভোগী কোনো যাত্রীকে এখন পর্যন্ত খুঁজে পাইনি বা কেউ অভিযোগ করেনি। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।