মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলায় আপন ভাইয়ের অসুস্থ হয়ে মৃত্যুকে হত্যাকান্ড বলে অপর ভাইদের মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন আট ভাই ও দুই বোন। বৃহস্পতিবার বেলা ১১টায় শরণখোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের মৃত আঃ হক তালুকদারের পুত্র মোঃ জাকির হোসেন লিখিত বক্তব্যে বলেন, তার আপন ছোট ভাই জাহাঙ্গীর তালুকদার গত ১ মে রাতে ষ্ট্রোকজনীত অসুস্থতায় শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জমিজমা বিরোধের কারণে আমাদের ঘায়েল করার লক্ষ্যে ভাই জাহাঙ্গীরের স্ত্রী ও তার পুত্ররা মারামারিতে আহত হয়ে মারা গেছে বলে অপপ্রচার চালায়।
তাদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে। সেটি এখন ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। অথচ মৃত ভাইয়ের স্ত্রী পুত্ররা গত ২১ মে শরণখোলা প্রেসক্লাবে আমাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে ভাবমুর্তি ক্ষুন্ন করা হয়েছে। সংবাদ সম্মেলনে মৃত জাহাঙ্গীরের আপন ৮ ভাই ও ২ বোন উপস্থিত ছিলেন।