মোঃনাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।
আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শরণখোলা উপজেলা আওয়ামীলীগ। শনিবার বিকেল ৪টায় উপজেলা সদর রায়েন্দা বাজারের প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে শরণখোলা প্রেসক্লাবের সামনের বটতলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা আওয়ামীলীগের সদস্য ও শরনখোলা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কালাম, শেখ আসাদ, আবুল হোসেন নান্টু, আসাদুজ্জামান স্বপন, জালাল আহম্মেদ রুমি, তপু বিশ্বাস, আলমগীর তালুকদার, যুবলীগ নেতা হাসান জোমাদ্দার, সেচ্ছাসেবকলীগ নেতা সুমন আকন্দ, ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের উন্নয়ন দেখে বিএনপি মাথা খারাপ হয়ে গেছে। দিশেহারা হয়ে বিএনপি পদ্মা সেতুর উদ্ধোধনের আগে ১৫ আগস্টের হাতিয়ার গর্জে উঠক আরেকবার শ্লোগান দিয়ে বঙ্গবন্ধুর হত্যায় তাদের জরিত থাকার কথা আবারো স্বীকার করেছে। ওই শ্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। তাই যেকোন মূল্যে বিএনপি’র এই অপতৎপরতা প্রতিহত করা হবে বলে ঘোষনা দেন তারা।