নিজস্ব প্রতিবেদক, বাঘারপাড়া।। বাঘারপাড়ায় কাজের স্মৃতি স্বরুপ দেওয়া কৃতজ্ঞতার নামটিও মুছে ফেলা হয়েছে। নামটি যুদ্ধ চলাকালিন কমান্ডার আহত মুক্তিযোদ্ধা ও বাঘারপাড়া মুক্ত দিবসের জাতীয় পতাকা উত্তোলনকারি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাসের। এমন ঘৃণ্য কাজে ক্ষুব্ধ স্থানীয়রা।
জানা যায়, উপজেলার দোহাকুলা ইউনিয়নের ইন্দ্রা গ্রামে বিনোদনের জন্য মনরোম পরিবেশের একটি জায়গা ইকো পার্ক। জায়গাটি কয়ার বট তলা নামে পরিচিত। এখানে দর্শনার্থীদের বিশ্রামের জন্য উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম নাজমুল ইসলাম কাজলের সৌজন্যে তিনটি সিট বেন্স তৈরি করা হয়। কাজটির তত্ববধায়নে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস।
কৃতজ্ঞতার স্মৃতি স্বরুপ পরিচয় ফলকে তত্ববধায়নের জন্য উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম নাজমুল ইসলাম কাজলের পাশাপশি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাসের নামটিও স্থান পায়। কিন্তু কে বা কারা পরিকল্পিত ভাবে শুধু তত্ববধায়কের নামটিই ভেঙ্গে ফেলেছে বলে দাবী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাসের। তাঁর প্রশ্ন আমার নামটি কে বা কারা মুছে ফেলতে চাই? বিষয়টি সঠিক তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী এই বীর মুক্তিযোদ্ধার।