মোঃ ফরহাদ হোসেন লালমনিরহাট জেলা প্রতিনিধি
হাতীবান্ধায় বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ জুলাই) সকালে বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখার দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শুরু হয়।
বাংলাদেশ যুবমহিলা লীগ হাতীবান্ধা উপজেলা শাখার আহবায়ক শারমিন সুলতানা সাথীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর, মহিলা আওয়ামী লীগ এর সভাপতি রশিদা বেগম, সাধারণ সম্পাদক মর্জিনা বেগম, যুব মহিলা লীগ এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।