বাঘারপাড়া প্রতিনিধি।।
বাঘারপাড়া উপজেলা সদরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষন অধিদপ্তর।
সোমবার(১৮ জুলাই) উপজেলা সদরের ফার্মেসী,মুদি দোকান ও হোটেলে অভিযান চালিয়ে ভোক্তা সংরক্ষন অধিদপ্তর ৩ জন ব্যবসায়িকে নয়হাজার টাকা জরিমানা করে।
যশোর ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় মা ফার্মেসীকে পাঁচ হাজার টাকা, তুহিন মেডিসিন কে এক হাজার টাকা এবং ক্যাফে বাবর এ্যান্ড রেষ্টুরেন্ট কে তিনহাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করার সময় যশোর ক্যাব এর সদস্য রকিব উদ্দিন সর্দার উপস্থিত ছিলেন।