বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি অবৈধ পল্লী চিকিৎসক প্রশিক্ষন কেন্দ্র সিলগালা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
শুক্রবার(১২ আগষ্ট) বেলা ১১ টার দিকে ক্লাস চলাকালীন মোরেলগঞ্জ সদরের বি টি এফ মেডিকেল ইনিষ্টিটিউট নামক ওই পল্লী চিকিৎসক প্রশিক্ষন কেন্দ্রে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন তাদের কার্যক্রম পরিচালনা করলেও তাদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আবুবক্কর সিদ্দীককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রদান করেন। এ সময় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।