বাঘারপাড়া প্রতিনিধি।।
‘জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী’ এটা আপনারা প্রমান করেছেন। আপনারা সচেতন থাকবেন বিরোধীরা তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
যশোরের বাঘারপাড়ার নারিকেল বাড়িয়ায় ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ রায় একথা বলেন।
নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজনে আজ বুধবার(২৪ আগষ্ট) সন্ধ্যায় নারিকেলবাড়িয়া সেবাসংঘ বালিকা বিদ্যালয় মাঠে নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাবলু সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ রায়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ধলগ্রাম আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, দরাজহাট ইউপি সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাবলু, বন্দবিলা আওয়ামীলীগ নেতা ভোলা , বাঘারপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযদ্ধা শহিদুল্লাহ খোন্দকার, বীর মুক্তিযোদ্ধা হাসান নাছির,আওয়ামীলিগ নেতা শওকত হোসেন, এসএম আযমসহ স্থানীয় নেতা-কর্মীবৃন্দ।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন নারিকেলবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য যুবনেতা তরিকুল ইসলাম।