মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।।
গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৫ বছর পরে পটুয়াখালীর মির্জাগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি সংক্ষেপ করতে হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা–কর্মীরা। তবে এর আগে সকল কর্মসূচী ঘরোয়া ভাবে পালিত হত বলে জানান নেতাকর্মীরা।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে বরগুনা-বাখেরগঞ্জ মহাসড়কের উপজেলার কলেজ রোড এলাকায় সহস্রাধিক নেতা-কর্মী নিয়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা বিএনপি। দলীয় নেতা-কর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলে দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন। তবে মিছিলটি শহরের দারুস সুন্নত ফাজিল মাদ্রাসার সামনে থেকে উপজেলা পরিষদের দিকে যেতে চাইলে একটু সামনে গেলেই মাদ্রাসার সামনে পুলিশ বাধা দেয়। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
এব্যাপারে জানতে চাইলে মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার বলেন, পুলিশ ঘটনাস্থলে ছিল। তারা ভিতরে বসে প্রোগ্রাম করে চলে গেছে।
এর আগে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আশরাফ আলী হাওলাদার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য বশির আহমেদ মৃধা, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন,জেলা ছাত্রদলের সভাপতি শফিউল বসার উজ্জ্বল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম ফরাজী, হারুনুর রশিদ মুন্সি, সদস্য মোবারক আলী মুন্সী, আসাদুজ্জামান মনির,উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম প্রমুখ।