নিজস্ব প্রতিবেদক।।
আসছে আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণ করায় নেত্রকোণার ১০টি উপজেলায় প্রার্থীতা ঘোষনা করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে প্রার্থীতা।
নির্বাচনের মধ্যে জেলা পরিষদ নির্বাচনকে নিয়ে অফিস ও হাটে-বাজারে, চায়ের স্টলে আলোচনা শুরু হয়েছে। ভোটার গণ হলেন সবাই জনপ্রতিনিধি ভোট রয়েছে জেলা উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে। প্রার্থীরা ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। জেলা উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝেও-আলোচনা চলছে। নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই প্রার্থীতা প্রকাশ করেছেন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে জেলা পরিষদের সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করার মত প্রকাশ করেছে রফিক রাজা । তিনি দুর্গাপুর পৌর শহরের দক্ষিন পাড়ার বাসিন্দা।
রফিক রাজা বলেন, আমি জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করবো। আমি জনগনের সেবক হয়ে কাজ করতে চায়। আশা করি আপনারা আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আমি সকলের দোয়া প্রত্যাশী। তফসিল অনুযায়ী, ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর।