বেনাপোল প্রতিনিধি।।
যশোরের বেনাপোল সিমান্তে ২০ টি সোনার বারসহ হৃদয় নামে এক পাচারকারিকে আটক করেছে বিজিবি।
আটক করা সোনার বারগুলোর ওজন ২ কেজি ৩৩৩ গ্রাম। গ্রেফতারকৃত হৃদয় বেনাপোলের কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোলের পুটখালী চরের মাঠ এলাকা থেকে ওই যুবককে সোনার বারসহ আটক করা হয়।
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর আহম্মেদ জানান, গোপন সংবাদ পেয়ে বিজিবি সীমান্তে টহল জোরদার করে। একপর্যায়ে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে তার কাছে ২০ টি সোনার বার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।