ঝিকরগাছা প্রতিনিধি।।
ঝিকরগাছায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার লাউজানী রেলক্রসিং এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ধানক্ষেতের মালিক আলতাফ হোসেনের উদ্ধৃতি দিয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, জমিতে গিয়ে মালিক দেখেন অজ্ঞাত ওই নারী তখনও মারা যায়নি। শরীরে ঝাঁকুনি দিচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
ওসি আরো বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পাশে দুটি বোতল পাওয়া গেছে। তাতে রাসায়নিকদ্রব্য থাকতে পারে।
ঝিকরগাছা থানার ওসি জানান, দুপুর ১টার দিকে রেলক্রসিংয়ের দায়িত্বরত কর্মচারি ওই মহিলাকে ঘোরাঘুরি করতে দেখেছেন।