ক্রীড়া ডেস্ক।।
বুধবার রাত সাড়ে ১২টায় এক আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে প্যারিসের মাঠে নামছে ব্রাজিল ও তিউনিসিয়া।
অন্যদিকে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্ধী আর্জেন্টিনা লড়বে জ্যামাইকার বিপক্ষে বাংলাদেশ সময় সকাল ছয়টায় নিউ জার্সিতে প্রীতি ম্যাচে লড়বে জ্যামাইকার বিপক্ষে।
বিগত ৭ বছরে আর্জেন্টিনা জ্যামাইকার বিপক্ষে কোন ম্যাচ না খেললেও ক্যারবিয়ানের দ্বীপের এই দলটির বিপক্ষে এখন পর্যন্ত চারবারের মোকাবেলার প্রতিবারই জয় আছে আলবেসেবেস্তাদের। সেই চার খেলায় ১৪ গোল করা আর্জেন্টিনা গোল হজম করেছে কেবল ১টি।
আর নিজেদের শত বছরের ফুটবল খেলার ইতিহাসে এখন পর্যন্ত তিউনিসিয়ার বিপক্ষে কোন ম্যাচ খেলেনি ব্রাজিল। তবে আফ্রিকান এই দলটির বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম খেলায় জয় পেতে মুখিয়ে আছে সেলেসাওরা। ব্রাজিলের তুলনায় তারুণ্য নির্ভর তিউনিসিয়াও ছেড়ে বলার মত দল না। আন্তর্জাতিক ফুটবলে টানা সাত খেলায় অপরাজিত তারা। অপর দিকে নিজেদের শেষ ছয় খেলার সব কয়টিতে জয় পাওয়া ব্রাজিল দল সামর্থ্যরে দিক থেকে তিউনিসিয়ার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ। তবে এসব পরিসংখ্যান কাগজে কলমে থাকলেও মাঠের খেলাকে কেন্দ্র করেই ভক্তদের সব আকর্ষণ।