যশোর-বেনাপোল সড়কের নতুনহাটে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই নতুনহাট কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
নিহত তিন বন্ধু হলেন সদর উপজেলার এড়েন্দার সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দূর্গাপুর গ্রামের নাজির হোসেনের ছেলে আরমান (১৯), একই গ্রামের আলমগীরের ছেলে সালমান (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে যশোর শহর থেকে তিন বন্ধু বেনাপোলের দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুনহাটে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনবন্ধু মারা যান।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত তিনজনের মরদেহ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।