1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
অপারেশন টেবিলে প্রসূতি নারীকে মারধরের অভিযোগ - টেলিগ্রাফ বাংলাদেশ
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

অপারেশন টেবিলে প্রসূতি নারীকে মারধরের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১২৮ জন খবরটি পড়েছেন

মোঃ ইলিয়াস হোসাইন।

প্রসূতি এক নারীকে অপারেশন টেবিলে বসে মারধোর করার অভিযোগ পাওয়া গেছে মক্কা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ডিএমএফ ডাঃ মোঃ হৃদয়ের বিরুদ্ধে।

সোমবার (২১ নভেম্বর) আহাতের স্বজনরা এ ঘটনা নিশ্চিত করেন।
পার্শ্ববর্তী উপজেলার দক্ষিণ বেতাগী গ্রামের বাসিন্দা প্রসূতি ওই নারীর স্বামী হারুন হাওলাদার জানান, বাড়িতে বসে হঠাৎ প্রসাব বেদনা উঠলে সুচিকিৎসার জন্য গত ১৪ নভেম্বর সকালে মির্জাগঞ্জের মক্কা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসি। হাসপাতালে থাকা ডাক্তার কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করাতে বললে আমরা তাও করায় পরে সে জানায় দ্রুত সিজার করতে হবে। পরে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে প্রথমে আমার স্ত্রীর পেটের উপরে চাপ দেয় এতে সে ব্যথা পেয়ে বলে আমাকে কি মেরে ফেলবেন? এতে ক্ষিপ্ত হয়ে অপারেশন থিয়েটারের দায়িত্বরত ডিএমএফ ডাঃ হৃদয় কয়েকটি চড় থাপ্পর মারে ওর গালে ও চোখে এখনো মারধরের ক্ষত স্পষ্ট রয়েছে। পরে নরমাল ডেলিবেরি হলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বরিশাল আই সি ইউ তে পাঠানো হয়। সেখানে জ্ঞান ফিরলে মারধরের ঘটনা সম্পর্কে আমাকে বলে।

এ ঘটনায় অভিযুক্ত ডাক্তার হৃদয়ে মুঠোফোনে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে মক্কা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক তারিকুল ইসলাম শাওন বলেন, দেখেন অপারেশন থিয়েটারে কি হয়েছে তা আমার জানা নাই আমি ডাক্তারকে জিজ্ঞেস করে বলতে পারব তারা অনেকদিন পরে অভিযোগ করলে আমার কি করার আছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews