যশোর প্রতিনিধি।
যশোরে দুই যুবক কে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে শহরের বারান্দিপাড়া ও ঘুরুলিয়ায় ঘটে।
নিহত ইউছুপ(২৭) ঘুরুলিয়া গ্রামের লতিফ মিয়ার ছেলেও নাহিদ (১৮) শেখহাটি গ্রামের বাচ্চু শেখের ছেলে।
ঘুরুলিয়ায় পরিবারিক কলহেরর জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে ইউনুছ ও নাথপাড়ায় দূর্বৃত্বে ছুরিকাঘাতে এই হত্যাকান্ড ঘটেছে বলে জানা গেছে।
নিহতদের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ রাত সাড় ৮ টার দিকে ইউছুপের ছোট ভাই ইউনুছের সাথে পারিবারিক কলহের কারণে হাতাহাতি হয়। এসময় ইউসুফ তার ভাই ইউনুছের বুকে ছুরিকাঘাত করে। হাসপাতালে আনার পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পৃথক রাত ৯ টার দিকে দূর্বৃত্ত্বরা পূর্ববারান্দী নাথপাড়া নদীর পাড়ে মাঠের মধ্যে নাহিদের গলায় ছুরিকাঘাত করে চলে যায়। নাহিদের গোংড়ানোর আওয়াজ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পরে নাহিদের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার সালাউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। মূলত ছুরিজাঘাতে প্রচুর রক্তক্ষরণে তারা মারা যায়।
কোতয়ালী থানার ওসি তাজুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, দুটি ঘটনায়ই পুলিশ পাঠানো হয়েছে। খুনের কারণ উদঘাটনে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।