রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। দেবহাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
দেবহাটা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেবহাটা উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে সোমবার (৩১ জুলাই) বিকালে দেবহাটা বিবিএমপি সরকারী ইনস্টিটিশন মাঠে অনুষ্ঠিত হয় ।
খেলায় ট্রাইব্রেকারে কুলিয়া প্রাথমিক বিদ্যালয় বালকদের ৩-১ গোলে ঘলঘলিয়া প্রাথমিক বিদ্যালয় ছেলেরা উপজেলা চ্যাম্পিয়ান কাপ ছিনিয়ে নেয়। অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দেবহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকাদের ১-০ গোলে সখিপুর দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা উপজেলা চ্যাম্পিয়ান কাপ নিয়ে নেয় ।
উক্ত খেলায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে. প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সবুজ । এসময় আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী মোর্তজা মোঃ আনোয়ারুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , সাংবাদিক এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ।