1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
ভৈরব নদে ৮শ ২০ মেট্রিক টন কয়লা বোঝাই জাহাজ ডুবি - টেলিগ্রাফ বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :

ভৈরব নদে ৮শ ২০ মেট্রিক টন কয়লা বোঝাই জাহাজ ডুবি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১১৭ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে ৮শ ২০ মেট্রিক টন কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার সময় ভৈরব নদের শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া সংলগ্ন সরদার মিল খেয়াঘাট এলাকায় এমভি আবদুর রাজ্জাক নামের একটি কার্গো জাহাজ ডুবে যায়।

এ বিষয়ে জাহাজের মাস্টার মুরাদ হোসেন জানান, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ৮২০ মেট্রিক টন কয়লাবোঝাই কার্গো জাহাজটি নওয়াপাড়া নৌবন্দরে নোঙর করতে না পেরে দেয়াপাড়া এলাকায় নোঙর করে। শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ করে জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকতে থাকে। মুহূর্তের মধ্যেই জাহাজটি ডুবে যায়। জাহাজের কয়লা আনলোড করার জন্য চেষ্টা অব্যাহত আছে। জাহাজ ডুবির পর নৌ চলাচল স্বাভাবিক আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মালামাল আনলোড হওয়ার পরে জানা যাবে। কী কারণে জাহাজের তলদেশ ফেটে গেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি জাহাজের মাস্টাররা।

মেসার্স শেখ ব্রাদার্সের পরিচালক হাফিজুর রহমান বাবু বলেন, গত ৮ডিসেম্বর ৮২০ মেট্রিক টন কয়লা নিয়ে হাড়বাড়িয়া ঘাট থেকে যাত্রা শুরু করে ১০ডিসেম্বর নওয়াপাড়া বন্দরে এসে নোঙর করা হয়। পঁাচদিন পর শুক্রবার সন্ধ্যার দিকে জাহাজের তলা ছিদ্র হয়ে জাহাজটি ডুবে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জাহাজে থাকা কয়লা উদ্ধারের চেষ্টা চলছে।

অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান, কয়লা বোঝাই জাহাজের তলদেশ ফেঁটে ডুবে গেলে বলে খবর পেয়েছি। তবে লিখিতভাবে কোন অভিযোগ পাইনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews